Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

কলমা ইউনিয়ন পরিষদের স্থাবর সম্পত্তি ভূমির সীমানা নির্ধারন প্রসঙ্গে।

সিদ্ধান্ত: পরিষদের সকল সদস্য ও সভাপতি সাহেব উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং  ০২ নং সংরক্ষিত আসনের সদস্যর সাথে একমত পোষন করেন। এবং সকলে সিদ্ধান্তক্রমে সর্ব সম্মতিক্রমে অনুমোদন করেন।

 

 

কলমা ইউনিয়নের  (১) ডহরী হইতে কলমা বাজার হইয়া পূর্ব বিধুয়াইল পর্যন্ত খাল(২)কলমা বাজার হইতে বাশিরা খান বাড়ি পাকা ব্রীজ পর্যন্ত খাল দুইটি অবৈধ দখল হইতে রক্ষা কল্পে:

সিদ্ধান্ত: সভায় উপস্থিত সদস্যবৃন্দদ ও সভাপতি সাহেব বিশদ আলোচনান্তে খালটি রক্ষার ব্যপারে ০৬ নং ওয়ার্ড সদস্যের সাথে একমত প্রকাশ করেন এবং উহা সকলের সিদ্ধান্তক্রমে সর্ব সম্মতিভাবে অনুমোদন সাপেক্ষে গ্রহিত হইল।

কলমা ইউনিয়নের চুরি ডাকাতি প্রবনতা বৃদ্ধি প্রসঙ্গে।

সিদ্ধান্ত: সভায় উপস্থিত সদস্যবৃন্দ ও সভাপতি সাহেব বিশদ আলোচনান্তে কলমা ইউনিয়নে মাইকিং করে ও লিফলেট বিতরন করে ধইঞ্চা কেটে ফেলার জন্য গনসচেতনতা সৃষ্টির পদক্ষেপ গ্রহন করেন। এবং ডাকাত দলকে নির্মূল করার জন্য লৌহজং থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সভার মন্ত্যব প্রেরনের সিদ্ধান্ত গৃহিত হয়।