এখানে রয়েছে দুটি বাজার একটি কলমা বাজার অপরটি ডহরী বাজার। কলমা বাজারটি এক সময় তেমন বড় ছিলনা বর্তমানে পদ্মা নদীর ভাংগনের ফলে ধাইদা ইউনিয়নের বহর বাজারের কিছু দোকানপাট এখানে আসে বর্তমানে বেশ বড় ধরনের একটি বাজার হিসাবে উপজেলায় সুপরিচিত। এখানে সব ধরনের জিনিষ পত্র পাওয়া যায়।বিশেষ করে ইলিশ মাছটা এখানককার সবচেয়ে টাটকা এবং গাভীর দুধ। কলমা ইউনিয়নের পাশাপাশি চরের অনেক লোকজন আসে বাজার করতে। আর ডহরী বাজারটি ছিল এক সময় সবচেয়ে বড় পাইকারি বাজার কালের বিবর্তনে ও নদীর ভাংগনের ফলে বর্তমানে এটি এর জৌলুস হারিয়ে ফেলেছে।
হাট
এখানে একটি হাট ছিল যার নামানুসারে একটি গ্রামের নাম করণ হয় যদিও নথীপত্রে নেই কলমা হাটখোল। এই হাটে দেশের অনেক লোক আসত বিভিন্ন ধরনে পাট , মরিচ, ওঅন্যান জিনিষ পত্র কিনতে বেচতে। হাটটি প্রতি স্পাহে সোমবার এবং শুক্রবার বসত বিভিন্ন পরসা সাজিয়ে। কিন্তু কালের বিবর্তনে হাটটি বর্তমানে বিলুপ্তি হয়ে গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস