এটি প্রথমে ধাইদা ইউনিয়নে অবস্খিত ছিল। পদ্মা নদীর ভাংগনের ফলে বর্তমানে আব্দুল জলিল বিক্রসপুরীর একান্ত প্রচেষ্টায় কলমা ইউনিয়নের ডহরী গ্রামে পদ্মা নদীর পাড়ে অবস্খিত। এর রয়েছে সুন্দর একটি বাগান সুউচ্চ মিনার ও একটি মসজিদ এবং মাদ্রাসা। প্রতিদিন অনেক লোক আসে এটি দেখতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস