পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী যা কলমা ইউনিয়নের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট(৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট(২৯৫ মিটার)।রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা ।
পদ্মা নদী | |
---|---|
![]() পদ্মা নদীতে নৌকা চলাচল। | |
উৎস | হিমালয় |
মোহনা | বঙ্গোপসাগর |
অববাহিকার দেশ | ভারত, বাংলাদেশ |
অবস্থান | নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ি এবং চাঁদপুর জেলা |
দৈর্ঘ্য | ১২০ কিলোমিটার (৭৫ মা) |
গড় নিষ্কাশন | বার্ষিক গড়:
বর্ষা মৌসুমে:
শুষ্ক মৌসুমে:
|
ইউনিয়নটি প্রায় ৭ টি গ্রাম দিয়ে প্রবাহীত হচ্ছে। এখানে পাওয়া যায় টাটকা রুপালী ইলিশ যা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস