Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পদ্মা নদী
স্থান
কলমা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামের পাশেই এই পদ্মা নদী।
কিভাবে যাওয়া যায়
বালীগাও বাজার থেকে বেবী,সিএনজিতে কলমা নদীর পাড় বললেই হবে।
বিস্তারিত

পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী যা কলমা ইউনিয়নের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট(৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট(২৯৫ মিটার)।রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা ।

 

পদ্মা নদী
undefined
পদ্মা নদীতে নৌকা চলাচল।
উৎসহিমালয়
মোহনাবঙ্গোপসাগর
অববাহিকার দেশভারত, বাংলাদেশ
অবস্থাননবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ি এবং চাঁদপুর জেলা
দৈর্ঘ্য১২০ কিলোমিটার (৭৫ মা)
গড় নিষ্কাশন

বার্ষিক গড়:

৩৫,০০০ মি/সে (১২,০০,০০০ ঘনফুট/সে)

বর্ষা মৌসুমে:

৭,৫০,০০০ মি/সে (২,৬০,০০,০০০ ঘনফুট/সে)

শুষ্ক মৌসুমে:

১৫,০০০ মি/সে (৫,৩০,০০০ ঘনফুট/সে)

ইউনিয়নটি প্রায় ৭ টি গ্রাম দিয়ে প্রবাহীত হচ্ছে। এখানে পাওয়া যায় টাটকা রুপালী ইলিশ যা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী করা হয়।