Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বহুরূপী পদ্মা
Details

লৌহজং উপজেলার উল্লেখযোগ্য নদী হলো বাংলাদেশর বৃহত্তম পদ্মা নদী। এই এলাকার কৃষিকাজে এই নদীর পানি ব্যবহার হয়ে থাকে। এছাড়াএকস্থান থেকে অন্যস্থানে গমন এবং মালামাল পরিবহনে এই নদী ব্যবহৃত হয়। বাংলাদেশর দক্ষিণ অংশের সাথে যোগাযোগের অন্যতম মাওয়া ফেরী ঘাট এ নদীতেই  অবস্থিত। এ নদীতে ইলিশসহ প্রচুর মাছ পাওয়া যায়।